Ridge Bangla

রাজনৈতিক সুযোগ নিয়ে অনেক শিল্পীই বিপদে পড়েছেন: বাপ্পারাজ

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ সবসময় পর্দার বাইরের আলোচনায় নীরব থাকতেই পছন্দ করেন। ব্যক্তি ও পেশাগত জীবনে রাজনীতি থেকে নিজেকে দূরে রেখেছেন এবং ভবিষ্যতেও তেমনটি বজায় রাখতে চান।

সম্প্রতি এক বক্তব্যে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। আর যদি কেউ রাজনীতিতে জড়াতে চান, তাহলে আগে অভিনয় থেকে অবসর নেওয়া উচিত।” তার মতে, রাজনীতির সুযোগ নেওয়ার চেষ্টা করতে গিয়ে অনেক শিল্পীই নানা জটিলতার মধ্যে পড়েছেন এবং হেনস্তার শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, “যখন কেউ অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন, তখন তাকে বিভিন্ন রকম তোষামোদ করতে হয়, সুযোগ নিতে হয়। এভাবেই শিল্পীরা বিপদে পড়েন।”

নিজের অবস্থান পরিষ্কার করে বাপ্পারাজ বলেন, “আমি কখনো রাজনীতি করিনি, করবও না। বিভিন্ন দলের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিয়েছি, ছবি তুলেছি—কিন্তু ব্যক্তিগত বা পেশাগত কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করিনি। তাই কখনো সমস্যায় পড়িনি।”

বর্তমানে রাজনৈতিক অস্থিরতার সময়েও যখন অনেক শিল্পী নানা বাধার মুখে পড়ছেন, তখন চলচ্চিত্র শিল্পী সমিতির নিরব ভূমিকা নিয়ে পরোক্ষ হতাশাও প্রকাশ করেন তিনি। তার মতে, একজন শিল্পীর উচিত শুধু পেশাগত পরিচয়কে গুরুত্ব দিয়ে কাজ করা, রাজনীতির সুযোগকে নয়।

আরো পড়ুন