Ridge Bangla

মমতাজের ৬ দিনের রিমান্ড, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে হত্যা ও হামলার দুটি মামলায় মোট ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক পৃথক মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন। সিংগাইর উপজেলার একটি হত্যা মামলায় বিচারক মো. আব্দুন নূর ৪ দিনের এবং হরিরামপুরে হামলা ও ভাঙচুরের মামলায় বিচারক আইভি আক্তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সকাল সাড়ে ৮টায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মমতাজকে আদালতে হাজির করা হয়। শুনানিকালে বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

শুনানি শেষে মমতাজকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল, তখন বিক্ষুব্ধ বিএনপি সমর্থকরা তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন।

২০১৩ সালে হরতাল চলাকালে সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় মমতাজ বেগম তৃতীয় আসামি। ২০২৪ সালের ২৫ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। এছাড়া হরিরামপুরে বিএনপির মিছিল চলাকালে হামলা ও ভাঙচুরের অভিযোগে আরও একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

রিমান্ড শেষে তাকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন