Ridge Bangla

‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় বড় রদবদল

জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’–তে এবার বড়সড় পরিবর্তনের গুঞ্জন বলিউডে ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের সঞ্চালক অমিতাভ বচ্চনের জায়গায় এবার হয়তো দেখা যাবে সালমান খানকে! যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু নিশ্চিত করেননি।

গুঞ্জন চাউর হতেই সালমান ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ। বহু বছর ধরে ‘বিগ বস’ সঞ্চালনার দায়িত্বে থাকা সালমান খানকে অনেকে চান এবার ‘কেবিসি’র মতো জ্ঞানের শোতেও দেখাতে। এমনকি অনুরাগীদের একাংশ মনে করছেন, সালমান যদি ‘বিগ বস’ ছেড়ে এই শোয়ের দায়িত্ব নেন, তবে সেটা হবে আরও ইতিবাচক পরিবর্তন।

২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ প্রথম সম্প্রচার শুরু হয়, আর শুরু থেকেই এই শোয়ের প্রাণ ছিলেন অমিতাভ বচ্চন। একমাত্র একটি মৌসুমে তাঁর পরিবর্তে সঞ্চালনায় আসেন শাহরুখ খান, তবে তা দর্শকমহলে খুব একটা সাড়া ফেলেনি। এরপর থেকে টানা অমিতাভই এই শোয়ের মূল মুখ হিসেবে দর্শকদের ভালোবাসা পেয়ে আসছেন।

যদি এবার সত্যিই এই রদবদল হয়, তাহলে ছোটপর্দার আরও এক জনপ্রিয় শোয়ের দায়িত্ব নিতে চলেছেন বলিউডের ‘ভাইজান’। তবে ‘কেবিসি’-র মতো ঐতিহ্যবাহী শো অমিতাভ বচ্চন ছাড়া দর্শকের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সেটাই এখন ‘লাখ টাকার প্রশ্ন’।

আরো পড়ুন