অনেক দিন বড় পর্দা থেকে দূরে থাকলেও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান এবার আলোচনায় এসেছেন এক বিতর্কিত সামাজিক মাধ্যমে পোস্টের কারণে। ভারতের কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সাম্প্রতিক একটি মর্মান্তিক হামলার ঘটনায় শোক জানিয়ে দেওয়া পোস্টটি কিছু সময় পরেই মুছে ফেলেন তিনি—আর তাতেই সৃষ্টি হয় বিতর্ক।
মাহিরা খান ওই পোস্টে লেখেন, “বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো রকম হিংসা কাপুরুষোচিত কাজ ছাড়া আর কিছুই নয়। পহেলগাঁও কাণ্ডে যারা ভুক্তভোগী, তাদের সবার প্রতি আমার সমবেদনা।” পোস্টের সঙ্গে তিনি একটি মন ভাঙার ইমোজিও যুক্ত করেন।
কিন্তু কিছু সময়ের মধ্যে পোস্টটি ডিলিট করে দেন মাহিরা। এই হঠাৎ সিদ্ধান্ত ঘিরে শুরু হয় নানা জল্পনা। কেউ বলছেন, পাকিস্তান সরকারের চাপেই হয়তো তিনি পোস্টটি সরাতে বাধ্য হয়েছেন। আবার কেউ মনে করছেন, ভারতের কোনো রাজনৈতিক বা সামাজিক পক্ষের ক্ষোভ এড়াতেই হয়তো এই পদক্ষেপ।
তবে বিতর্ক ছড়ালেও মাহিরা খানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পতি এক বিবৃতিতে জানান, “পাকিস্তানি শিল্পীরা আর কখনোই ভারতীয় চলচ্চিত্র শিল্পে কাজ করতে পারবেন না।” এর ফলে কার্যত মাহিরা খানের বলিউডে ফেরার সম্ভাবনা একপ্রকার বন্ধ হয়ে গেল।
উল্লেখ্য, মাহিরা খান বলিউডে সর্বাধিক পরিচিতি পান শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয় করে, যা ভারতীয় দর্শকদের কাছেও প্রশংসিত হয়েছিল।