Ridge Bangla

এবারও ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ২০১৬ সাল থেকে প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হলেও, এবারও তিনি গান পরিবেশন করবেন না বলে জানিয়েছে চ্যানেলটির জনসংযোগ বিভাগ।

গত রোজার ঈদেও তিনি কোনো সংগীতানুষ্ঠানে অংশ নেননি। চ্যানেল কর্তৃপক্ষ এবারের কোরবানির ঈদেও তার গান পরিবেশন না করার বিষয়টি নিশ্চিত করলেও নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। তবে আগের রোজার ঈদে শারীরিক অসুস্থতা ও ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এর আগে কোরবানির ঈদ উপলক্ষে মাহফুজুর রহমান এটিএন বাংলায় দুটি সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেছিলেন। ঈদের রাতে প্রচারিত হয় তার একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’, এবং পরদিন ‘ওয়াদা করো’ নামের একটি দ্বৈত গানের অনুষ্ঠান প্রচারিত হয়, যেখানে তিনি হিন্দি গান পরিবেশন করেন শিল্পী নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে।

ঈদে মাহফুজুর রহমানের গান শোনা অনেক দর্শকের জন্য এক ধরনের আলোচনার বিষয় হলেও, এবারের ঈদে তাকে মঞ্চে না পাওয়ায় কিছুটা হতাশ ভক্তরা।

আরো পড়ুন