রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্ণাঢ্য এক অধ্যায়ের ইতি টানলেন ক্লাবটির কিংবদন্তি মিডফিল্ডার লুকা মদ্রিচ। চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং সেটি আর নবায়ন করবেন না বলে নিজেই ইনস্টাগ্রামে ঘোষণা দিয়েছেন।
আগামী শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন তিনি। এরপর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েই ক্লাবটিকে বিদায় জানাবেন এই ক্রোয়াট তারকা।
ইনস্টাগ্রামে মদ্রিচ লিখেছেন, “ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানাচ্ছি। তবে আমার হৃদয় ভরা গর্ব, কৃতজ্ঞতা ও স্মৃতিতে। ক্লাব বিশ্বকাপের পর হয়তো আর মাঠে এই জার্সি গায়ে তুলব না, কিন্তু আজীবন আমি রিয়াল মাদ্রিদের একজন সমর্থক হয়ে থাকব।”
২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেন মদ্রিচ। গত ১২ বছরে তিনি রিয়ালের হয়ে খেলেছেন ৫৯০টি ম্যাচ, করেছেন ৪৩টি গোল এবং জিতেছেন ২৬টি ট্রফি— যার মধ্যে রয়েছে চারটি লা লিগা ও রেকর্ড ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
২০১৮ সালে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি দেশের জাতীয় দল ক্রোয়েশিয়াকে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন তিনি। একই বছর ব্যালন ডি’অর জিতে ২০০৭ সালের পর মেসি-রোনালদোর আধিপত্য ভেঙে প্রথম ফুটবলার হিসেবে পুরস্কারটি জেতেন মদ্রিচ।
গত মৌসুমে তার বিদায় নিয়ে গুঞ্জন থাকলেও বেতন কমিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন। যদিও বয়সের কারণে তিনি বেশিরভাগ সময়ই বদলি হিসেবে মাঠে নামতেন। এরপরও পারফরম্যান্সে কোনো ঘাটতি ছিল না তার।
৩৯ বছর বয়সে তিনি হয়ে যান রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়, যেটি আগে ছিল কিংবদন্তি পুসকাসের দখলে। চলতি বছরের জানুয়ারিতে ৩৯ বছর ১১৬ দিন বয়সে ভালেন্সিয়ার বিপক্ষে গোল করে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ডও নিজের করে নেন তিনি।
রিয়ালের হয়ে ২৬টি ট্রফি জেতা মদ্রিচ যৌথভাবে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ শিরোপাজয়ী ফুটবলার। তার সঙ্গে রয়েছেন নাচো ফের্নান্দেস, যিনি গত মৌসুমে ক্লাব ছেড়ে যান।
চলতি মৌসুমে মদ্রিচ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ২৩টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এবং ২৫টি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। তবে নিজের শেষ মৌসুমে কোনো ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো রয়ে যাবে তার ক্যারিয়ারে।