Ridge Bangla

‘লংমার্চ টু যমুনা’ পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

আবাসন ভাতা, পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে অংশ নেওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েকশত শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে যাত্রা শুরু করেন। তবে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে লংমার্চ ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষার্থীরা জানান, তিন দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবিগুলো হলো—
১. ২০২৫-২৬ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা কার্যকর করা।
২. বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট ছাড়াই অনুমোদন।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস একনেকের পরবর্তী সভায় অনুমোদন এবং প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

এর আগে সোমবার শিক্ষার্থীরা দাবিসমূহ নিয়ে একটি ছাত্র-শিক্ষক সমাবেশ করে। পরে বুধবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শিক্ষক সমিতির সদস্যরা ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। তবে সেখানে সন্তোষজনক আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা লংমার্চের সিদ্ধান্ত নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে রাস্তায় বসে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত রয়েছেন।

আরো পড়ুন