গত বছরের ঈদে বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা পরিবেশন করেছিলেন ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটি। আনজীর লিটনের কথা ও আশরাফ বাবুর সুরে তৈরি এই গানে রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মিলিয়েছিলেন নতুন প্রজন্মের জনপ্রিয় চার গায়ক-গায়িকা: দিলশাদ নাহার কনা, ইমরান, সাব্বির ও ঝিলিক।
বর্তমানে গানটি বিটিভির ইউটিউব চ্যানেল ‘বিটিভি মিউজিক’-এ প্রচার হচ্ছে এবং ইতিমধ্যে ১০ লাখের বেশি ভিউ পেয়েছে। গানটির প্রতি শ্রোতাদের এমন আগ্রহ দেখে রুনা লায়লা আনন্দ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “বিটিভির ঈদ আনন্দমেলায় এর আগে বহুবার গান করেছি। ‘নতুন পৃথিবী’ গানটি প্রচারের পর যে দর্শকরা ইউটিউবে এত আগ্রহ নিয়ে শুনছেন, তা সত্যিই আনন্দের।”
রুনা লায়লা আরও বলেন, “ভালো গান কখনও হারিয়ে যায় না। শ্রোতারা ভালো গান খুঁজে নেন এবং উপভোগ করেন। এ গানটিও তার ব্যতিক্রম নয়।”
গানের প্রতি শ্রোতাদের এই ভালোবাসা শিল্পীদের জন্য বিশেষ প্রেরণার উৎস বলে তিনি মনে করেন।