Ridge Bangla

জুলাই আন্দোলনে গুলি চালানো ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের অভিযোগে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’। মঙ্গলবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনে যারা সরাসরি দায়িত্ব পালন করে দমন-পীড়নে জড়িত ছিলেন, তাদের তালিকা প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।

সংগঠনের ভাষ্য অনুযায়ী, সেই সময় সরকারি নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলি চালানো, গ্রেপ্তার, জেল ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। এই মানবাধিকার লঙ্ঘনের পেছনে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট জড়িত ছিলেন, তাদের নাম প্রকাশ করা হয়েছে, যাতে ভবিষ্যতে মানবতাবিরোধী অপরাধ হিসেবে এর বিচার সম্ভব হয়।

‘জুলাই ঐক্য’ আরও জানায়, ৬ মে ৩৫টি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সমন্বয়ে এই জোট গঠিত হয়েছিল, যা বর্তমানে ৮০টির বেশি সংগঠনের মধ্যে বিস্তৃত হয়েছে।

উল্লেখ্য, ১০ মে আওয়ামী লীগের সকল কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

আরো পড়ুন