Ridge Bangla

বিয়ে করতে চান না ডিক্যাপ্রিও, জানালেন নিজের মনোভাব

‘টাইটানিক’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ৫০ বছর বয়সী এই অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনো বিয়ে করার প্রয়োজন অনুভব করেন না।

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, ডিক্যাপ্রিওর এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, “লিওনার্দো নিজেকে কখনো বিবাহিত অবস্থায় দেখতে চান না। বিয়ে তার জীবনের কোনো লক্ষ্য নয়।”

বর্তমানে ডিক্যাপ্রিও ইতালিয়ান মডেল ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্ক নিয়েও কথা বলেছেন সেই ঘনিষ্ঠ সূত্র। তিনি জানান, “ডিক্যাপ্রিও ও ভিট্টোরিয়া একে অপরের সঙ্গ উপভোগ করছেন। তারা একসঙ্গে সময় কাটাতে দারুণ ভালোবাসেন। তবে তাদের সম্পর্ক নিয়ে বিয়ের মতো কোনো পরিকল্পনা নেই। ডিক্যাপ্রিও ভিট্টোরিয়াকে পছন্দ করেন, তবে তাকে স্ত্রী হিসেবে ভাবার কোনো ইচ্ছা তার নেই।”

পেজ সিক্স সরাসরি ডিক্যাপ্রিও এবং ভিট্টোরিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিল। তবে দুজনই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ডিক্যাপ্রিও ও ভিট্টোরিয়ার পরিচয় হয়েছিল ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে। যদিও এরও আগে ডিক্যাপ্রিওর সঙ্গে অন্য কিছু অভিনেত্রী ও মডেলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্কিন অভিনেত্রী ভিক্টোরিয়া লামাস এবং আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনে। ২০১৮ সালের জানুয়ারিতে ডিক্যাপ্রিও ও ক্যামিলার সম্পর্ক প্রকাশ্যে আসে। সেই সময় প্রায়ই দু’জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যেত, বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরতেও দেখা গিয়েছিল তাদের।

এক সময় শোনা গিয়েছিল, ডিক্যাপ্রিও ও ক্যামিলা বিয়ে করতে চলেছেন। কিন্তু সেই গুঞ্জন বেশিদিন টেকেনি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জানা যায়, তাদের সম্পর্ক ভেঙে গেছে।

সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, নিজের জীবন নিয়ে ডিক্যাপ্রিও বেশ স্বাধীনচেতা। প্রেম করতে ভালোবাসেন, তবে বিয়ের মতো কোনো ‘বাঁধন’-এ নিজেকে আটকাতে চান না তিনি।

আরো পড়ুন