সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি–২০২৫ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ক্রিকেটের আড়ালে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে লিগের সংশ্লিষ্ট ৬ জন অভিনেত্রী ও ৩ জন নির্মাতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।
নোটিশে অভিযুক্তদের মধ্যে নির্মাতা ও মেন্টর প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশুর নাম উল্লেখ করা হয়েছে। অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশা।
নোটিশে বলা হয়, “বাংলাদেশে ক্রিকেট একটি পারিবারিক বিনোদনের মাধ্যম। কিন্তু এই সেলিব্রিটি লিগে কিছু অভিনেত্রী অশালীন পোশাক ও অঙ্গভঙ্গি নিয়ে মাঠে অংশ নিচ্ছেন, যা তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং সামাজিক শালীনতা ভঙ্গ হচ্ছে।”
এক সাক্ষাৎকারে অভিনেত্রী মারুফা আক্তার জামান বলেন, “ফিগার যদি না দেখাতে পারে, তাহলে কীভাবে হলো।” এই মন্তব্যটিকেও উদাহরণ হিসেবে নোটিশে উল্লেখ করা হয়, যা অভিযোগকে আরও জোরালো করেছে।
নোটিশে আরও বলা হয়, “বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং তারা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। তাই এই ধরনের আয়োজনে শালীন পোশাক ও আচরণ নিশ্চিত করতে হবে।”
আইনি নোটিশে অভিযুক্তদের আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কেন তারা এমন আচরণ ও পোশাকে অংশ নিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।