Ridge Bangla

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

অনলাইনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকবিডি’ এবং এর উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ কনটেন্ট তৈরির অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত ১৫ মে, বৃহস্পতিবার এই নোটিশ জারি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব।

নোটিশে অভিযোগ করা হয়, চ্যানেলটি বিভিন্ন টিকটকারকে আমন্ত্রণ জানিয়ে এমন কিছু অনুষ্ঠান সম্প্রচার করছে, যা দেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। উপস্থাপিকা তমা রশিদ এসব অনুষ্ঠানে অশ্লীল ও অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন, যা বিশেষ করে তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

আইনজীবী সাকিব দাবি করেন, ইউটিউব ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এমন কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সমাজে নৈতিক ও ধর্মীয় অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তিনি এই কর্মকাণ্ডের জন্য তমা রশিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ধরনের কনটেন্ট থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অতীতের আপলোডকৃত অশ্লীল ভিডিওসমূহ সামাজিক মাধ্যম থেকে সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা মানা না হলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী উপস্থাপিকার বিরুদ্ধে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

আরো পড়ুন