ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি ‘তাণ্ডব’ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির শুটিংয়ের একটি ভিডিও, যেখানে শাকিবের বিপরীতে দেখা গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। এর মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, ‘তাণ্ডব’-এর নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন তিনিই।
শুটিংয়ের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় দর্শক ও নেটিজেনদের তুমুল প্রতিক্রিয়া। একদিকে যেমন অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, অন্যদিকে সমালোচনার ঝড় উঠেছে ফাঁস হওয়া এই ভিডিও ঘিরে।
এর আগে, শাকিব খান ও রায়হান রাফীর প্রথম চলচ্চিত্র ‘তুফান’ দিয়ে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেন তারা। দেশের পাশাপাশি বিদেশেও আলোড়ন তোলে সিনেমাটি। সেই সফল জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে পাওয়ার খবরে স্বাভাবিকভাবেই দর্শকের আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ।
নির্মাতা রায়হান রাফী পরে ঘোষণা দেন, শাকিবকে নিয়ে আবারও কাজ করছেন তিনি, যার নাম হবে ‘তাণ্ডব’। চলতি বছরের কোরবানি ঈদে ‘তাণ্ডব’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি রাজশাহীতে ছবির শুটিং শুরু হয়েছে।
শুটিং চলাকালীন সময়ে ফাঁস হওয়া একটি ভিডিওতে শাকিব খান ও সাবিলা নূরকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও ইউটিউব চ্যানেলে।
শুটিংয়ের সময় দৃশ্য ধারণ করে তা ছড়িয়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে প্রযোজনা ইউনিটের গোপনীয়তা রক্ষা নিয়ে। অনেকেই বিষয়টিকে অপেশাদার আচরণ বলেও অভিহিত করেছেন। এক নেটিজেন মন্তব্য করেন, “এ ধরনের ভিডিও ফাঁস করা মিডিয়ার পেশাদারিত্ব ও দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলে।” আরেকজন বলেন, “এই ধরনের ফাঁস টিমের মধ্য থেকেই করা হয় নিজেদের প্রচারণার সুবিধার জন্য।” কেউ কেউ আবার একে ছবির প্রচারণার অংশ হিসেবেও দেখছেন।
তবে যাই হোক, ‘তাণ্ডব’ নিয়ে দর্শকদের মধ্যে যে ব্যাপক আগ্রহ বিরাজ করছে, তা স্পষ্ট। কারণ এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাকিব খান ও সাবিলা নূর। দর্শকরা তাঁদের নতুন রসায়ন থেকে অনেক কিছু প্রত্যাশা করছেন।
শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এবং আলফা আই এসভিএফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবির পরিচালনায় রয়েছেন রায়হান রাফী।