Ridge Bangla

ট্রাম্পের হোয়াইট হাউসকে প্রভাবিত করতে কোটি কোটি টাকা খরচ করছেন ল্যাটিন আমেরিকার নেতারা

মার্কিন নির্বাচনের প্রাক্কালে লাতিন আমেরিকার একাধিক দেশের ডানপন্থী নেতারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরিতে কোটি কোটি টাকা ব্যয় করছেন। দ্য গার্ডিয়ানদ্য কুইন্সি ইনস্টিটিউট প্রকাশিত একটি যৌথ বিশ্লেষণে উঠে এসেছে এমন তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অন্তত ১০টি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট (FARA) অনুযায়ী লবিস্ট নিয়োগ করেছেন। এই আইনের আওতায় বিদেশি সরকারের হয়ে কাজ করা লবিস্টদের কার্যক্রম এবং পারিশ্রমিক প্রকাশ বাধ্যতামূলক।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ-এর আন্তর্জাতিক নীতিবিষয়ক পরিচালক জেক জনস্টন বলেন, “ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক লাতিন আমেরিকার ডানপন্থী নেতাদের হোয়াইট হাউস পর্যন্ত সরাসরি প্রবেশাধিকার দিয়েছে।”

এই কৌশলে সবচেয়ে সফল উদাহরণ এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। তিন বছরের মধ্যে প্রায় ১৫ লাখ ডলার ব্যয় করে ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠক, পারমাণবিক শক্তি বিষয়ক চুক্তি, যুক্তরাষ্ট্রের সহায়তায় মেগা-কারাগার সম্প্রসারণ এবং স্টেট ডিপার্টমেন্টের কাছ থেকে ভ্রমণ নিরাপত্তা রেটিং উন্নীত করতে সক্ষম হন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলে নিয়েছেন ভিন্ন কৌশল। তিনি ট্রাম্পের সঙ্গে মার-আ-লাগোতে নৈশভোজে অংশ নেন এবং ওয়াশিংটনের কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স-এ এলন মাস্কের সঙ্গে উপস্থিত হন। এর মাধ্যমে তিনি ২০ বিলিয়ন ডলারের আইএমএফ চুক্তি এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের বুয়েনস আইরেস সফর নিশ্চিত করেন।

বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা লাতিন আমেরিকার ডানপন্থী নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক ও পারস্পরিক রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থের দিকটিকে স্পষ্টভাবে তুলে ধরে।

আরো পড়ুন