Ridge Bangla

চীনে টানা বৃষ্টিতে ভূমিধস

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।

সোমবার সকালে ওই অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় আকস্মিক এই ভূমিধস দেখা দেয়। এতে একাধিক বাড়ি ও সড়ক ধসে পড়ে। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে চারটি মরদেহ উদ্ধার করেন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

গুইঝোর পার্বত্য অঞ্চলসহ পাশের হুনান ও জিয়াংসি প্রদেশে টানা বৃষ্টিপাতের কারণে কর্তৃপক্ষ তৃতীয় সর্বোচ্চ মাত্রার জরুরি অবস্থা জারি করেছে। এসব এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনী ও দমকল বাহিনীর সদস্যসহ ৪০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাম্প্রতিক অতিবর্ষণের কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বেড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জনগণকে সতর্ক করে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, চীনে বর্ষাকালে ভূমিধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সাধারণ হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব দুর্যোগের মাত্রা ও ঘনত্ব দিনে দিনে বেড়ে চলেছে।

আরো পড়ুন