রিপাবলিক বাংলা চ্যানেলের সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ তার ভিন্নধর্মী ও বিতর্কিত উপস্থাপনার জন্য বহুদিন ধরেই আলোচনায়। এবার তার উদ্দেশে তীব্র ব্যঙ্গ ছুঁড়ে দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে ঋত্বিক লেখেন, “ধরুন একটা গাধার নাম রাখলেন ময়ূর, আর তাকে রঙিন করতে তার পাশে বসালেন রঞ্জন, তাহলেই তৈরি হবে ‘ময়ূররঞ্জন’!” এই ব্যঙ্গাত্মক পোস্ট মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই এটিকে বছরের সেরা ব্যঙ্গ পোস্ট বলে আখ্যা দিয়েছেন।
ঋত্বিকের এই মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, তিনি পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ‘গাধা’ বলে কটাক্ষ করেছেন। ময়ূখের অদ্ভুত আচরণে শুধু নেটিজেনরাই নয়, বিরক্ত কলকাতাবাসীও। কখনও লাফিয়ে, কখনও দৌড়ে কিংবা চিৎকার করে সংবাদ উপস্থাপনা করে আলোচনায় থাকেন ময়ূখ।
৫ আগস্টের পর বাংলাদেশ সম্পর্কে একের পর এক বিভ্রান্তিকর মন্তব্য ও ভুয়া খবর প্রচার করায় বাংলাদেশেও তার নাম পরিচিত হয়ে ওঠে। বিশেষ করে তার বিতর্কিত মন্তব্য “থাকবে না, বাংলাদেশ আর থাকবে না” ব্যাপক সমালোচনার জন্ম দেয়।