২০১৬ সালের অক্টোবরে প্যারিস ফ্যাশন উইকে অংশ নিতে গিয়ে ডাকাতদের হাতে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন মার্কিন অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ান। মঙ্গলবার (১৩ মে) প্যারিসের আদালতে সেই ঘটনার সাক্ষ্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
আদালতে কিম জানান, ঘটনার রাতে তিনি প্যারিসের একটি বিলাসবহুল হোটেলে একা অবস্থান করছিলেন। রাত ৩টার দিকে পাঁচজন অস্ত্রধারী ব্যক্তি, যারা পুলিশ ইউনিফর্ম পরে ছিল, হোটেলটিতে প্রবেশ করে তাকে বন্দুকের মুখে জিম্মি করে। তারা কিমের হাত ও পা বেঁধে দেয় এবং মুখে টেপ লাগিয়ে ফেলে। সেই সময় তিনি শুধু একটি তোয়ালে পরিহিত ছিলেন এবং তার শরীরের নিচের অংশ উন্মুক্ত হয়ে পড়েছিল।
কিম বলেন, “একজন ডাকাত আমাকে বিছানার দিকে টেনে নিচ্ছিল। আমি নিশ্চিত ছিলাম যে সে আমাকে ধর্ষণ করবে। আমি তখন প্রার্থনা করতে শুরু করি।” তবে শেষ পর্যন্ত তারা তাকে ধর্ষণ না করে শুধুমাত্র গুলি করে হত্যার হুমকি দিয়ে পা বেঁধে ফেলে। ডাকাতরা তার কাছ থেকে প্রায় ১০ মিলিয়ন ডলার মূল্যের গহনা লুট করে পালিয়ে যায়।
এই ঘটনায় এখনো কিম মানসিকভাবে ভীত এবং আতঙ্কগ্রস্ত বলে জানান। তিনি বলেন, “ঘটনার পর আমার জীবনের অনেক কিছু বদলে গেছে। আমি আর কখনও নিরাপদ মনে করি না নিজেকে।”
উল্লেখ্য, কিম কার্দাশিয়ান একজন মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী, অভিনেত্রী এবং সমাজসেবী। তিনি ২০০৭ সালে রিয়েলিটি শো Keeping Up with the Kardashians এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তিনি প্রাক্তন র্যাপার কানিয়ে ওয়েস্টের স্ত্রী ছিলেন। ২০১৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২২ সালে বিচ্ছেদ হয়। তাদের চার সন্তান রয়েছে: নর্থ, সেইন্ট, শিকাগো ও সালম।