বিশ্ব ফ্যাশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন মেট গালা অনুষ্ঠিত হয়েছে মে মাসের প্রথম সোমবার, নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে। এই আন্তর্জাতিক ইভেন্টে এবার প্রথমবারের মতো অংশ নেন বলিউড তারকা শাহরুখ খান। একইসঙ্গে আলোচনায় ছিলেন আরেক বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।
সম্প্রতি মা হতে চলেছেন বলে জানিয়েছেন কিয়ারা। তার কিছুদিন পর থেকেই তিনি প্রকাশ্যে খুব একটা দেখা দেননি। তবে এবার মেট গালার রেড কার্পেটে বেবিবাম্পসহ হাজির হয়ে চমক সৃষ্টি করেন তিনি।
এই বছরের থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। এই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে কিয়ারা হাজির হন একটি কালো রঙের বডি-হাগিং পোশাকে। তাঁর চোখেমুখে স্পষ্ট ছিল প্রেগন্যান্সির আলোকছটা।
ফ্যাশন সচেতন দর্শক ও মিডিয়া কিয়ারা আদভানির এই উপস্থিতিকে সাহসী এবং অনন্য বলেই আখ্যা দিচ্ছে।