সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার খবরে রাজধানীর গুলশানে তাঁর বাসভবন ‘ফিরোজা’র সামনে সকাল থেকেই ভিড় জমিয়েছেন দলের হাজারো নেতাকর্মী। নেত্রীকে স্বাগত জানাতে তারা আবেগ ও উৎসবের আমেজে মেতে উঠেছেন।
গুলশানের ৭৯ নম্বর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
দলীয় পতাকা হাতে উপস্থিত নেতাকর্মীরা বলেন, “দেশনেত্রী ফিরছেন, এই আনন্দই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” কেউ কেউ আবার মুঠোফোনে লাইভ সম্প্রচারে ব্যস্ত ছিলেন ফিরোজার সামনে থেকে, উৎসবের মুহূর্ত ভাগ করে নিতে।
খালেদা জিয়ার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। কারও মতে, এটি মাইনাস টু তত্ত্বের ব্যর্থতা প্রকাশ; অন্যদের মতে, এটি একজন নেত্রীর ঘরে ফেরা মাত্র নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা।
ফিরোজার সামনে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের কাছে আজকের সকাল যেন এক প্রত্যাশিত বিজয়ের সূচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রত্যাবর্তন বিএনপিসহ গোটা রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন তুলেছে।