Ridge Bangla

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ইঙ্গিত, দেশে ফিরলেন খালেদা জিয়া

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে কাতারের আমিরের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ঢাকায় ফিরে গুলশানের বাসভবন ফিরোজায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডা. জাহিদ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে ইঙ্গিত দেন। তিনি বলেন, “তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশে ফিরে এসে শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিতেই মাঠে নামবেন।”

তিনি আরও জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন এবং তাদের মেয়ে জাইমা রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, “ইনশাআল্লাহ, সেই দিন আর দূরে নয় যেদিন তারেক রহমান দেশের মাটিতে ফিরবেন।”

ডা. জাহিদ আরও জানান, খালেদা জিয়ার সঙ্গে ডা. জুবাইদাও দেশে ফিরেছেন। তিনি কতদিন থাকবেন, তা নির্ভর করবে সময় ও পরিস্থিতির ওপর। তবে পরিবারের স্থায়ীভাবে দেশে ফেরার একটি পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বেগম খালেদা জিয়ার ফিরে আসাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খালেদা জিয়া সুস্থভাবে দেশে ফিরতে পেরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডা. জাহিদ বলেন, “লন্ডন থেকে ফিরতে ১৭ ঘণ্টার দীর্ঘ যাত্রা করতে হয়েছে, এতে শারীরিক ক্লান্তি থাকলেও মানসিকভাবে তিনি পুরোপুরি চাঙা এবং আগের মতোই দেশের মানুষের পাশে থাকতে প্রস্তুত।”

আরো পড়ুন