Ridge Bangla

পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে ছবি তুলে ‘গাদ্দার-নির্লজ্জ’ কটাক্ষের শিকার কারিনা কাপুর!

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। সীমান্তে বাড়ছে গোলাগুলি ও রাজনৈতিক উত্তেজনা, যার ছায়া পড়েছে সংস্কৃতি ও বিনোদন জগতেও। এমন পরিস্থিতিতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে ভারতীয় তারকাদের যেকোনো সম্পর্ক নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

এই প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা করেন তিনি। ডিজাইনার নিজেই কারিনার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, “With the OG”। এরপরই ছবিটি ভাইরাল হয় এবং শুরু হয় নেটিজেনদের ক্ষোভ ঝাড়ার পর্ব।

অনেকেই এই ছবি পোস্টের প্রেক্ষিতে কারিনাকে ‘গাদ্দার’ (বিশ্বাসঘাতক), ‘নির্লজ্জ’ ইত্যাদি শব্দে আক্রমণ করছেন। তাদের ভাষ্য, কাশ্মীর হামলার ঘটনার পর পাকিস্তানি নাগরিকের সঙ্গে এমন হাস্যোজ্জ্বল ছবি শোভন নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, “এত শোক-সংবেদনার পরও কীভাবে এমন ছবি তুলতে পারলেন তিনি?”

উল্লেখ্য, কাশ্মীর হামলার পর কারিনা কাপুর ইনস্টাগ্রামে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোকবার্তা দিয়েছিলেন। তবু পাকিস্তানি শিল্পীর সঙ্গে ছবি তোলাকে অনেকেই ‘অসংবেদনশীল’ বলে আখ্যা দিচ্ছেন।

এ ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কারিনা বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনা আরও একবার প্রমাণ করেছে— রাজনৈতিক উত্তেজনার আবহে বলিউড তারকাদের ব্যক্তিগত যোগাযোগ বা সামাজিক পদক্ষেপও সহজেই বিতর্কের কেন্দ্রে চলে আসছে।

আরো পড়ুন