যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. সুজন চৌধুরীকে ধর্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরী চট্টগ্রাম জেলার বাসিন্দা। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ অক্টোবর ভুক্তভোগীর নিজ বাসায় তিনি একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটান। ভুক্তভোগী মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে অভিযোগ দেন।
রেজিস্ট্রার মো. আহসান হাবীব বলেন, “আমার কাছে একটি লিখিত অভিযোগ এসেছে। যেহেতু বিষয়টি এখন বিচারাধীন, তাই ভুক্তভোগীর অভিযোগ ও বিভাগের একাডেমিক কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।”
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অর্থের বিনিময়ে অভিযুক্তের পক্ষ নেয় এবং মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরে তিনি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর ড. সুজন চৌধুরীকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে যান এবং ভুক্তভোগীকে হুমকি ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ব্ল্যাকমেল করে টাকা দাবি করছে ওই নারী। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।”