আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণার দাবিতে নতুন একটি জাতীয় জোট ‘জুলাই ঐক্য’ আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের অন্যতম সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ এই ঘোষণা দেন।
মুসাদ্দেক বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো উদ্যোগ দেশের গণতান্ত্রিক পুনর্জাগরণের পথে বড় বাধা।” তিনি আরও দাবি করেন, “জুলাই গণআন্দোলনে দুই হাজারের বেশি মানুষ নিহত এবং ৩১ হাজার আহত হয়েছেন, যা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে স্বীকৃত। এই আত্মত্যাগকে অবমাননার অপচেষ্টা রুখতে আমাদের এই ঐক্য।”
সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে তিনটি প্রধান দাবি উপস্থাপন করা হয়-
১. জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করা
২. আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা
৩. বিগত ১৫ বছরের সকল গুম, খুন, দুর্নীতি, শাপলা চত্বর, পিলখানা ট্র্যাজেডি ও ২০২৪ সালের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা
প্রথম কর্মসূচি হিসেবে আগামী ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে।
জোটভুক্ত ৩৫টি সংগঠন
আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, জুলাই রেভ্যুলুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স, জেআরএ, বিপ্লবী ছাত্র পরিষদ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, পুনাব, এসএডি, পুসাব, রক্তিম জুলাই, সোচ্চার ঢাবি, নিরাপদ বাংলাদেশ চাই, একতার বাংলাদেশ, ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই, এইচআরএসএস, জুলাই বিগ্রেড, স্টুডেন্ট রাইটস ওয়াচ, আজাদ ফিলিস্তিন, জুলাই বিপ্লব পরিষদ, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন, আমাদের মোহাম্মদপুর, জাস্টিস ফর অল, রেড অ্যালায়েন্স, ছাত্র নাগরিক ঐক্য, ইউথ ফর পিস, ঢাকা মুভমেন্ট, ধানমন্ডি অ্যালায়েন্স, কমিউনিটি অ্যালায়েন্স, জুলাইয়ের প্রেরণা, মুক্তির আন্দোলন, ফ্যাসিস্টবিরোধী আন্দোলন, জনতার ঐক্য, আগামীর বাংলাদেশ, জুলাই মঞ্চ, এবং পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক)।