ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পিরোজপুরের যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত নাজিম উদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং স্থানীয় যুবলীগের সক্রিয় নেতা। সর্বশেষ পৌরসভা নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় তার বিরুদ্ধে থাকা একাধিক গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার পাসপোর্ট জব্দ করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানা থেকে তাকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, “নাজিম উদ্দিন সোহেল বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলাসহ মোট ১৪টি মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পালিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।”
তার গ্রেপ্তারকে কেন্দ্র করে পিরোজপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকেই বলছেন, তিনি দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তার ওপর নজর রাখছিল। তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।