Ridge Bangla

হৃদয়ছোঁয়া একটি সামাজিক গল্প ‘জোনাকী’

‘জোনাকী’ একটি নাটক যেখানে ফুটে উঠেছে ভালোবাসা ও সহমর্মিতার গল্প। শরাফ আহমেদ জীবনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাহিদ হাসনাত। গল্পটি মনে করিয়ে দেয়, টাকা বা সম্পত্তি দিয়ে সত্যিকারের সুখ মাপা যায় না—সুখ নির্ভর করে ভালোবাসা, সহমর্মিতা আর আন্তরিক সম্পর্কের ওপর।

নাটকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সালহা খানম নাদিয়া, আরিবা আহসান শ্রেষ্ঠা, নাদের চৌধুরী ও জাবেদ গাজী।

গল্পে দেখা যাবে এক পরিশ্রমী বাবা ও তার আদরের মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে একটি জটিল কিন্তু হৃদয়ছোঁয়া সম্পর্কের রূপায়ণ। যেখানে ছোট ছোট মুহূর্ত, সহানুভূতির স্পর্শ, জন্মদিনের হাসি কিংবা বাবার আনন্দ পৃথিবীর যেকোনো বস্তুগত সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। কিন্তু অহংকার আর বৈষম্যের নির্মম বাস্তবতা যখন তাদের জীবনে আঘাত হানে, তখন গফুর মিয়ার সাহস আর ভালোবাসা নতুন করে জ্বলে ওঠে।

গল্পটি প্রমাণ করে, মানুষের আন্তরিক সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

নাটকটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে উপভোগ করা যাবে।

আরো পড়ুন