Ridge Bangla

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন এবং ক্যানসারটি ইতোমধ্যেই হাড়েও ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় ১৮ মে, রোববার বাইডেনের দফতর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রস্রাবজনিত সমস্যা দেখা দেওয়ায় বাইডেনের বেশ কিছু চিকিৎসা পরীক্ষা করা হয়। এতে তার প্রোস্টেটে একটি নতুন গুটি শনাক্ত হয়। পরবর্তী বিশ্লেষণে চিকিৎসকরা নিশ্চিত হন, তিনি একটি আক্রমণাত্মক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

চিকিৎসকদের মতে, বাইডেনের ক্যানসারের গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), যা ক্যানসারের সবচেয়ে আক্রমণাত্মক পর্যায়ের অন্যতম। সাধারণত গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯ মানে ক্যানসারটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ক্যানসার রিসার্চ ইউকে সংস্থার ভাষ্য অনুযায়ী, এটি একটি ‘উচ্চ-গ্রেড’ ক্যানসার।

গ্লিসন স্কোর নির্ধারিত হয় কোষের গঠন, আকৃতি ও বিস্তারের ধরন বিশ্লেষণের মাধ্যমে। এটি চিকিৎসকদের রোগের গম্ভীরতা নির্ধারণ এবং উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা করতে সহায়তা করে।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, বর্তমানে বাইডেনের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়ায় চিকিৎসা পদ্ধতিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

আরো পড়ুন