দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরেই অভিনয়ের মুন্সিয়ানায় দর্শকদের মুগ্ধ করে আসছেন। এবার নতুন সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’ নিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। আগামী ১৬ মে ছবিটি মুক্তি পাবে। এরইমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমার প্রচারে অংশ নিতে গিয়ে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন জয়া। বিয়ের বিষয়ে তিনি বলেন, “আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি মনে হয়, বিয়েটা করেই ফেলব। কিন্তু আপাতত এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই।”
প্রেম নিয়ে জয়া জানান, “আমার সবচেয়ে বড় প্রেম আমার কাজের সঙ্গে। অনেক আগেই এই প্রেমে পড়ে গিয়েছি। আমার সিনেমা, আমার অভিনয়—এসবই এখন আমার ভালোবাসা। দর্শকরা যদি বলেন আমি একঘেয়ে কথা বলি, তবুও বলব আমার প্রেম, বিয়ে, সংসার সবই আমার অভিনয়ের সঙ্গেই।”
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি খুব সাধারণ একজন মানুষ। সেই জায়গা থেকেই আপনারা আমাকে যেভাবে ভালোবেসেছেন, সম্মান দিয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।”
উল্লেখ্য, ‘জয়া আর শারমিনের গল্প’ সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান। করোনাকালে লকডাউনে আটকে থাকা দুই নারীর সম্পর্কের গল্প নিয়েই নির্মিত হয়েছে ছবিটি। সাক্ষাৎকারে জয়া ট্রেলারটি দেখতে অনুরোধ জানান দর্শকদের।