Ridge Bangla

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীর বিভিন্ন পয়েন্টে ৮৩ সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে। এতে যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির স্তর দাঁড়িয়েছে ১০.৪৫ মিটার, যা এখনো বিপদসীমার ২.৪৫ মিটার নিচে। অন্যদিকে, কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড হয়েছে ১২.০৬ মিটার, যা বিপদসীমার ১.৯৪ মিটার নিচে থাকলেও পানি বাড়ার গতি উদ্বেগজনক।

এর ফলে সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, চৌহালী, বেলকুচি ও কাজিপুর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চলে ফসলি জমি প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে যমুনা তীরবর্তী চরাঞ্চল আংশিকভাবে প্লাবিত হয়েছে এবং কয়েকটি স্থানে নদীভাঙনের খবর পাওয়া গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, “যমুনায় পানি দ্রুত বাড়ছে। ২-১টি স্থানে ভাঙন দেখা দিলেও আমরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধে কাজ করছি। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এখনই ভয়াবহ বন্যার আশঙ্কা নেই, তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”

আরো পড়ুন