Ridge Bangla

যমুনা সেতুর টোল আদায় ৩ কোটি ৫৯ লাখ টাকা

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় দেশের অন্যতম ব্যস্ততম সড়ক যোগাযোগ মাধ্যম যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সময়ের মধ্যে সেতু পার হয়েছে মোট ৫১ হাজার ৮৪৯টি যানবাহন।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল। তিনি জানান, উত্তরবঙ্গমুখী ৩০ হাজার ৮৪৫টি যানবাহন থেকে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা এবং ঢাকাগামী ২১ হাজার ৪টি যানবাহন থেকে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

যাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় পাশে ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে, যার মধ্যে ৪টি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য নির্ধারিত। সেতু ও সংলগ্ন এলেঙ্গা পর্যন্ত সড়ক সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে নজরদারিতে রাখা হয়েছে বলে জানান প্রকৌশলী আহসানুল।

তিনি বলেন, “এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। যানবাহনের গতি ও নিরাপত্তা নিশ্চিতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।”

আরো পড়ুন