Ridge Bangla

লন্ডনে তারেক রহমানের বাসায় জামায়াত আমির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ আবু তাহের।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি লেখেন, ইউরোপ সফর শেষে জামায়াত নেতারা লন্ডনে এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। সেই সময় তারেক রহমানও সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য যে, বেগম জিয়া বর্তমানে তার পুত্র তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, জামায়াতের শীর্ষ দুই নেতার সঙ্গে বেগম জিয়ার এই দীর্ঘ সাক্ষাতে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ্যে জানা যায়নি। এটি নিছক সৌজন্য সাক্ষাৎ নাকি রাজনীতির নতুন কোনো সমীকরণের সূচনা—তা জানতে অপেক্ষা করতে হবে আগামী কিছুদিন।

মারুফ কামাল খান সোহেল আরও উল্লেখ করেন, বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমনের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সস্ত্রীক তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ নিয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়েছে।

আরো পড়ুন