আবাসন সংকট নিরসন, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নসহ চার দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আগামী শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইল এলাকায় সমাবেশ এবং জুমার নামাজের পর থেকে গণঅনশন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন তারা।
গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বৃহস্পতিবার রাতেও তারা সড়কে অবস্থান করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শাটডাউনের হুঁশিয়ারিও দিয়েছেন।
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে শুক্রবার বড় সমাবেশ হবে এবং জুমার নামাজের পর থেকে গণঅনশন শুরু হবে।”
সরেজমিনে দেখা গেছে, কাকরাইল মসজিদের সামনের রাস্তায় বহু শিক্ষার্থী রাত্রিযাপন করেছেন। সকালে তাদের অনেককে রাস্তার পাশে শুয়ে থাকতে দেখা যায়। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান ত্যাগ করবেন না।
এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি জবি শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, যা দাবিগুলোকে আদায়ের লক্ষ্যে একটি সম্মিলিত শক্তিতে রূপ নিয়েছে।