কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া ২০০ একর জমির পুরো অংশ অবশেষে বুঝে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১৭ সালে একনেক সভায় জবির দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ২০০ একর জমি বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২০২০ সালের ২৩ জানুয়ারি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮৮ দশমিক ৬০ একর জমি হস্তান্তর করা হয়। বাকি থাকা ১১ দশমিক ৪০ একর জমির দাপ্তরিক হস্তান্তর সম্পন্ন হয় আজ মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে।
ঢাকা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা-০২ এর মাধ্যমে পশ্চিমদী মৌজায় খাস খতিয়ানভুক্ত জমিটি হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এই জমিটুকু আনুষ্ঠানিকভাবে হস্তান্তর বাকি ছিল। অবশেষে আমরা সেটিও বুঝে পেলাম। বর্তমানে আরডিপিপিও অনুমোদন হয়েছে, আশা করছি দ্রুত কাজ শুরু হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে সংকুচিত জায়গায় অবস্থিত মূল ক্যাম্পাসের চাপ কমবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।