Ridge Bangla

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ সফর করতে যাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্টের শেষদিকে তিনি ঢাকা সফর করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। এর আগে বাংলাদেশের সরকারপ্রধান ইতালি সফর করলেও, ইতালির কোনো প্রধানমন্ত্রী এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন।

এই সফরকে ঘিরে ইতোমধ্যে উভয় দেশই প্রস্তুতি শুরু করেছে। সফরের আলোচ্যসূচিতে গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে অভিবাসন ইস্যু। আশা করা হচ্ছে, বৈধ অভিবাসন উৎসাহিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে দুই দেশের মধ্যে নতুন উদ্যোগ বা সমঝোতা হতে পারে।

এছাড়াও, সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা খাতে সহযোগিতা, এবং বিনিয়োগ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ইতালির প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশটির উচ্চপর্যায়ের দুই প্রতিনিধি বাংলাদেশ সফর করেছেন। ফেব্রুয়ারিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি ঢাকা সফর করে বাণিজ্য, টেক্সটাইল, প্রতিরক্ষা, অভিবাসন ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর মে মাসে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাতিও পিয়ানতেদোসি ঢাকা সফরে এসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।

সেই সফরেই ‘মাইগ্রেশন ও মোবিলিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়, যার লক্ষ্য নিয়মিত অভিবাসন উৎসাহিত করা এবং অবৈধ পথে যাওয়া রোধ করা। এই চুক্তির ভিত্তিতেই ইতালির প্রধানমন্ত্রীর দ্রুত ঢাকা সফরের বিষয়ে দুই দেশ সম্মত হয়।

আরো পড়ুন