গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। সর্বশেষ একদিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিক। বৃহস্পতিবার (২২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চিকিৎসা সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে। একই দিন পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৬৫৫ জনে। শুধু গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৮২ জন এবং আহত হয়েছেন ২৬২ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় আটকে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাজা উপত্যকার লাখো মানুষ বর্তমানে অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছেন। মানবিক সংকট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।