Ridge Bangla

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ৫২

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৫২ ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৫০৩ জন। এর ফলে গাজায় চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৫০০ জনে।

সোমবার (২ জুন) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫২টি মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনেক এলাকাতেই উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় চলমান সংঘাতে প্রায় ৯০ শতাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। উপত্যকার অধিকাংশ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটানা স্থল ও আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সমালোচনার মুখেও থেমে নেই এই সামরিক অভিযান। এর ফলে গাজায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন