Ridge Bangla

গাজায় ইসরায়েলি হামলায় ২৫ জন ফিলিস্তিনি নিহত

বুধবার (১৬ এপ্রিল) অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় আরও ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৯ জন। বার্তাসংস্থা আনাদোলুর বরাতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সংঘটিত এ হামলায় গাজার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৫ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং উদ্ধারকাজ চালাতে গিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহেও ব্যর্থ হচ্ছেন উদ্ধারকারীরা।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা ধারাবাহিকভাবে এখন পর্যন্ত গাজায় ১ লাখ ১৬ হাজার ৪৩২ জন মানুষকে আহত করেছে।

সাম্প্রতিক এই সহিংসতা বিশেষভাবে বেড়েছে গত ১৮ মার্চ থেকে, যেদিন থেকে ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা শুরু করে। এরপর থেকে ১ হাজার ৬৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ৪ হাজার ৪০০ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের এই হামলাকে চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জোরাল হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে গাজায় ইসরায়েলের বর্বরতা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন