Ridge Bangla

উপদেষ্টা আসিফ ও মাহফুজের পদত্যাগ চাইলেন ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন। বুধবার (২১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে ইশরাক বলেন, “রাজনৈতিক শিষ্টাচার মেনে ও যুক্তিসঙ্গত কারণেই আপনাদের পদত্যাগ করা উচিত।” তিনি অভিযোগ করেন, এই দুই উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতে সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমনটি প্রতীয়মান।

তার মতে, এমন পরিস্থিতিতে তাদের পদত্যাগই হবে যৌক্তিক এবং এতে নিরপেক্ষতা নিয়ে থাকা বিতর্কের অবসান ঘটবে। ইশরাক উদাহরণ হিসেবে বলেন, “নাহিদ ইসলাম যেমন মন্ত্রীত্ব ছেড়ে একটি রাজনৈতিক দলে যোগ দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি আসিফ ও মাহফুজকেও একই পদক্ষেপ নেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “আপনারা থেকে গেলে আপনাদের দলের লোকজনই বিশেষ সুবিধা পাবে, যা সাধারণ জনগণের জন্য ঠিক বার্তা নয়।”

ইশরাক স্পষ্ট ভাষায় জানান, “আপনাদের ক্ষমতায় থেকে নিরপেক্ষ থাকার সম্ভাবনা নেই। কাঁঠাল ভাঙবে আপনাদের মাথায়, খাবে অন্যরা।” তিনি দাবি করেন, এই উপদেষ্টাদের ভুল নীতির শিকার হয়েছেন তিনি নিজেও এবং এখন নিজের অবস্থান জনগণের কাছে ব্যাখ্যা করাই তার দায়িত্ব।

পোস্টের শেষে ইশরাক বলেন, “এই দাবি থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।”

আরো পড়ুন