Ridge Bangla

মিশন ইম্পসিবলই কি টম ক্রুজের শেষ সিনেমা?

টম ক্রুজের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ও আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘মিশন: ইম্পসিবল’-এর অষ্টম কিস্তি Mission: Impossible – Dead Reckoning Part Two এবার মুক্তি পেতে যাচ্ছে। ২৩ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে এই বহুল আলোচিত সিনেমাটি, যা এরই মধ্যে ভারতে দারুণ সাড়া ফেলেছে।

কান চলচ্চিত্র উৎসবে ছবিটির জমকালো প্রিমিয়ারে হাজির ছিলেন টম ক্রুজ, পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি, হেইলি অ্যাটওয়েল, সাইমন পেগ, অ্যাঞ্জেলা বাসেটসহ আরও অনেকে। প্রিমিয়ার অনুষ্ঠানে টম ক্রুজ স্মৃতিচারণ করেন তার ৩০ বছরের ‘মিশন’ যাত্রা নিয়ে।

তবে কি এই কিস্তিতেই শেষ হচ্ছে টমের মিশন? এমন প্রশ্ন উঠলেও টম ক্রুজ স্পষ্ট করে দিয়েছেন—”আমি কখনও থামবো না। অ্যাকশন বা সিনেমা করা বন্ধ করবো না।” তিনি আরও বলেন, “স্টান্ট আমাকে বাঁচিয়ে রাখে! প্রতিটি কাজের পেছনে বিশাল প্রস্তুতি ও পরিকল্পনা থাকে, যা আমাকে জীবিত রাখে।”

১৯৯৬ সালে শুরু হওয়া ‘মিশন: ইম্পসিবল’ শুধু অ্যাকশনের নয়, টমের নেতৃত্ব ও চরিত্র নির্মাণ দক্ষতারও প্রতীক। এই ফ্র্যাঞ্চাইজির মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন একজন গ্লোবাল সুপারস্টার। তিনি জানান, এই যাত্রায় সিনেমার শিল্প ও কারিগরি দিক সম্পর্কে অনেক কিছু শিখেছেন।

২০২২ সালে Top Gun: Maverick নিয়ে কান উৎসবে অংশ নিয়ে পেয়েছিলেন গৌরবসূচক Palm d’Or সম্মান। এবার তার তৃতীয় কান সফরে ‘মিশন: ইম্পসিবল’-এর শেষ অধ্যায় হলেও, সিনেমা বা অ্যাকশন থেকে বিদায় নেওয়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। সুতরাং, ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায় শেষ হলেও টম ক্রুজের অ্যাকশন ক্যারিয়ার থামছে না—এটাই তার বড় বার্তা।

আরো পড়ুন