ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও অভিনেতা শাকিব খানের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০০৮ সালে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৭ সালে অপু প্রথমবারের মতো সেই তথ্য প্রকাশ করেন। সেই সময় তিনি ইসলাম ধর্ম গ্রহণের কথাও বলেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট করেছেন, তিনি আজও হিন্দু ধর্মেই বিশ্বাসী এবং কখনো মুসলিম ধর্মে ধর্মান্তরিত হননি।
সাক্ষাৎকারে অপু জানান, বিয়ের পর তার ক্যারিয়ার এবং সন্তান জয়কে সামনে রেখে তিনি কিছু সত্য গোপন করেছিলেন। ক্যামেরার সামনে তখন ইসলাম গ্রহণের কথা বললেও, বাস্তবে তিনি নিজের ধর্ম পরিবর্তন করেননি। তিনি বলেন, “পরিস্থিতির কারণে মিথ্যা বলতে হয়েছিল। আমি চেয়েছিলাম সংসার বাঁচাতে এবং শাকিব খানের প্রতি সম্মান রেখেই বিষয়গুলো সামলাতে।”
অপু বিশ্বাস আরও জানান, বিয়ের সময় শাকিব খানের পরিবারের পক্ষ থেকেও ধর্মান্তরের কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। ফলে তিনি হিন্দু ধর্মাবলম্বী হিসেবেই রয়ে গেছেন।
তিনি বলেন, “একসময় আমি গভীরভাবে ভাবতাম, যদি হঠাৎ আমার মৃত্যু হয়, তাহলে আমাকে দাহ করা হবে না কবর দেওয়া হবে? কারণ, আমি স্পষ্ট করে কিছু বলিনি এবং মানুষ বিভ্রান্ত হতে পারে। তাই আমি সিদ্ধান্ত নিই সত্য প্রকাশ করার।”
অপু বিশ্বাসের এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হয়, বর্তমানে তিনি নিজ ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মেই আছেন এবং অতীতে যে ইসলাম গ্রহণের কথা বলা হয়েছিল, তা ছিল পরিস্থিতির চাপে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত।