Ridge Bangla

আমিশা প্যাটেল কি অন্তঃসত্ত্বা? নেটিজেনদের প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও আলোচনায়। বয়স ৪৯ হলেও এখনও তার গ্ল্যামার ও স্টাইল নজর কাড়ে ভক্তদের। সম্প্রতি দুবাই ভ্রমণের সময় তোলা এক ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা—তিনি কি অন্তঃসত্ত্বা?

সবুজ রঙের মনোকিনি পরা আমিশার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, হাতে ম্যাঙ্গো আইসক্রিম, চোখে সানগ্লাস, খোলা চুলে ক্যামেরার দিকে পোজ দিচ্ছেন অভিনেত্রী। তবে বিশেষভাবে নজর কেড়েছে তার পেটের গঠন, যাকে অনেকে ‘বেবি বাম্প’ বলে ধরে নিচ্ছেন। কেউ লিখেছেন, “অন্তঃসত্ত্বা লাগছে, নাকি ভুল দেখছি?” আবার আরেকজনের মন্তব্য, “হে ভগবান! বিয়ে ছাড়াই প্রেগন্যান্ট?”

তবে এসব জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আমিশা।

এর আগে আমিশা ও ১৯ বছরের ছোট এক যুবক, নির্বাণের প্রেমের গুঞ্জন ছড়ায়। তাদের যুগল ছবি দেখে অনেকে ভেবেছেন সম্পর্কের বিষয়ে অনেকটাই নিশ্চিত। এক ছবিতে আমিশা লিখেছিলেন, “আমার ডার্লিংয়ের সঙ্গে সুন্দর সন্ধ্যা,” আর নির্বাণ জবাবে লিখেছিলেন, “ডার্লিং”।

নেটিজেনদের প্রশ্নের ভিড়ে যদিও আমিশা এখনো নিরব, তবে বলিপাড়ায় এই ছবিকে ঘিরে আলোচনা থামছে না।

আরো পড়ুন