Ridge Bangla

নতুন জীবনের পথে কি এগোচ্ছেন আমির খান?

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান কিছুদিন আগেই প্রকাশ্যে নিজের প্রেমের কথা জানিয়েছেন। বেঙ্গালুরু নিবাসী গৌরী স্প্র্যাটের সঙ্গে গত এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তিনি। নিজের জন্মদিনে প্রেমিকাকে বন্ধু ও পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। এখন শোনা যাচ্ছে, তারা জীবনে আরও একধাপ এগোতে চলেছেন।

বর্তমানে মুম্বাইতে গৌরীর সঙ্গে একসঙ্গে থাকছেন আমির খান। একসঙ্গে থাকার এক বছর পূর্ণ হতে চলেছে। ৬১ বছরে পা দিয়ে ফের বিয়ের সিদ্ধান্ত নেবেন কি না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। যদিও আমির নিজে বলেছেন, বিয়ে নিয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। তবে নতুন করে জীবন সাজানোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

পালিহিল এলাকায় অবস্থিত নিজের বহুতল ভবন আপাতত ছাড়ছেন আমির। কারণ, এই বিল্ডিংয়ের পুরোটাই নতুনভাবে নির্মাণ করা হচ্ছে। ভবনটিতে আমিরের ১২টি ফ্ল্যাট ছিল। নির্মাণ শেষ হলে তিনি নতুনভাবে সাজানো ফ্ল্যাটগুলোর পাশাপাশি আরও একটি নতুন ফ্ল্যাটও পাবেন। নির্মাণকাজ শেষ হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে।

এই সময়টায় আমির থাকবেন পালিহিলেরই আরেকটি বাড়িতে, যেটি ২০২৪ সালের জুন মাসে ৯ কোটি টাকায় কিনেছিলেন। ১০২৭ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাট কেনার সময় তিনি ৫৮.৫ লাখ টাকার স্ট্যাম্প ডিউটি ও ৩০ হাজার টাকার রেজিস্ট্রেশন ফি পরিশোধ করেন। পুরোনো বাড়ির কাজ শেষ হলে আবার সেখানেই ফিরে যাবেন আমির খান।

আরো পড়ুন