ছোট পর্দার জনপ্রিয় মুখ ইরফান সাজ্জাদ এবার বড় পর্দায় আসছেন নতুন চরিত্রে অভিনয়ের মাধ্যমে। ঈদ উপলক্ষে তার অভিনীত প্রথম চলচ্চিত্র আলী মুক্তি পেতে যাচ্ছে, যেখানে দর্শক তাকে দেখবে একেবারে ভিন্ন রূপে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরফান জানান, আলী সিনেমায় তিনি অভিনয় করছেন একজন বোবা ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে। চরিত্রটি ব্যতিক্রমী, কারণ এতে তার কোনো সংলাপ নেই—তিনি পুরো সিনেমায় কেবল সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই ভাব প্রকাশ করেছেন।
ইরফান বলেন, “এই ছবির কনসেপ্টটা একেবারে আলাদা। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন চরিত্র আগে কেউ দেখায়নি। যদিও এটি বাণিজ্যিক ঘরানার ছবি, নির্মাণশৈলী কিন্তু বেশ পরীক্ষামূলক।”
ঈদ উপলক্ষে ইরফান সাজ্জাদ আরও জানান, তিনি কয়েকটি নাটকে কাজ করেছেন এবং আরও তিনটি নাটকে কাজ করার পরিকল্পনা রয়েছে, যা ঈদের সময়কে তার জন্য ব্যস্ততম করে তুলবে।
চ্যানেল আইয়ের একটি টিভি প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখা ইরফান সাজ্জাদ বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজ সব মাধ্যমে নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন। নির্মাতাদের আস্থা ও দর্শকের ভালোবাসা তাকে সামনে এগিয়ে নিচ্ছে।
তিনি বলেন, “ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতেই চেষ্টা করি প্রতিটি চরিত্রে সেরা কাজ উপহার দিতে। এবার বড় পর্দায় নতুন রূপে হাজির হতে যাচ্ছি। সবাইকে আলী সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”