ইসরায়েলের সামরিক অভিযানে পশ্চিমা শক্তির সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, ইসরায়েলকে কোনো ধরনের সামরিক সহায়তা দিলে ওই তিন দেশের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের পাল্টা হামলার প্রধান লক্ষ্য হবে।
শুক্রবার (১৪ জুন) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এই হুঁশিয়ারি প্রকাশ করে, যা পরে বিবিসি ও রয়টার্সেও উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোর ওপর নজরদারি জোরদার করেছে।
ইরান স্পষ্ট করে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে চলমান অভিযানে বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ সরাসরি যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, ইরানের হামলার আশঙ্কায় তারা ইতোমধ্যে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানের এই সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। এতদিন পরোক্ষ অভিযোগে সীমাবদ্ধ থাকলেও এবার পশ্চিমা শক্তির নাম উল্লেখ করে সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি কূটনৈতিকভাবে এক বড় পরিবর্তন। যদি এই হুমকি বাস্তবে রূপ নেয়, তবে পুরো অঞ্চলে একটি বিস্তৃত সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজারেও পড়বে।