Ridge Bangla

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। এরপর দুপুরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।

প্রক্রিয়াগতভাবে তদন্ত প্রতিবেদন প্রথমে চিফ প্রসিকিউটরের দপ্তরে জমা দেওয়া হয়। পরে যাচাই-বাছাই শেষে তা আনুষ্ঠানিক অভিযোগপত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক অস্থিরতা এবং ব্যাপক গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত এই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া এটিই ছিল প্রথম মামলা।

মামলার তদন্ত সম্পন্ন করতে তিনবার সময় বাড়ানো হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল প্রসিকিউশন পক্ষ সময় বৃদ্ধির আবেদন করে, যা ট্রাইব্যুনাল ২৪ জুন পর্যন্ত অনুমোদন দেয়। তবে নির্ধারিত সময়ের আগেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় তার শাসনামলে সাড়ে ১৫ বছরে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। অন্য মামলাটি রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে প্রাণহানির ঘটনায় দায়ের হয়েছে।

আরো পড়ুন