Ridge Bangla

সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

প্রখ্যাত সংগীতশিল্পী, গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার (১০ মে) এক শোকবার্তায় তিনি একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “বাংলাদেশের সংগীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “উপমহাদেশের খ্যাতনামা সংগীত পরিবারে জন্ম নেওয়া এই অসামান্য প্রতিভাবান শিল্পী শুধুমাত্র সংগীতেই নয়, গবেষণা ও সাহিত্যচর্চাতেও অসাধারণ অবদান রেখেছেন। তাঁর গান ও গবেষণা ভবিষ্যত প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, সংগীত অঙ্গনের এই কিংবদন্তি শিল্পী শনিবার সকালে ৮৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন