Ridge Bangla

হিলি সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধারের দাবি

দিনাজপুরের হিলি সীমান্তের একটি ধানক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া এলাকার আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

পুলিশ জানায়, ধান কাটার সময় প্রফুল্ল টপ্পো নামের এক আদিবাসী শ্রমিক ড্রোনটি পড়ে থাকতে দেখে তা নিজ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে হাকিমপুর থানার এসআই সুজা মিয়া সঙ্গীয় ফোর্স ও বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং প্রফুল্ল টপ্পোর বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করেন।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ড্রোনটি ভারতীয়। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরো পড়ুন