Ridge Bangla

পাকিস্তানের তিন অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা

পাকিস্তানের আজাদ কাশ্মীর, মুজাফফরাবাদ ও ভাওয়ালপুরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালানো হয়।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো একটি মসজিদ, একটি পাওয়ার গ্রিড স্টেশনসহ কয়েকটি স্থাপনায় আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, “ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সাহস দেখায়নি। বরং কাপুরুষের মতো রাতের অন্ধকারে সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে।”

তিনি আরও জানান, এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সব যুদ্ধবিমানকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এই হামলার ঘটনা দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

আরো পড়ুন