Ridge Bangla

কাশ্মীর হামলার জেরে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক বিশ্বনেতার সঙ্গে যোগাযোগ করেছেন। পাল্টা কূটনৈতিক উদ্যোগে পাকিস্তানও তৎপর রয়েছে চীন, সৌদি আরব, ইরান ও মিসরের মতো মিত্র দেশগুলোর সঙ্গে।

এই হামলার রেশ ধরে ভারতের জনমনে পাকিস্তানবিরোধী ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে, যার প্রভাব পড়েছে দুই দেশের বিনোদন অঙ্গনেও। পাকিস্তানি তারকারা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেও ভারতীয়দের কটাক্ষ থেকে রেহাই পাননি তারা। এমনকি বলিউড ইন্ডাস্ট্রি থেকেও পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হয়েছে।

সবচেয়ে বড় ধাক্কা এসেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য। ভারত সরকার সম্প্রতি বেশ কয়েকজন জনপ্রিয় পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দিয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ ও সানাম সাঈদসহ বেশ কয়েকজন তারকার প্রোফাইল এখন ভারতে আর দেখা যাচ্ছে না।

ভারতীয় ব্যবহারকারীরা এসব প্রোফাইলে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা ভেসে উঠছে, যেখানে লেখা: “এই অ্যাকাউন্টটি ভারতে দেখা যাচ্ছে না। আইনি অনুরোধের ভিত্তিতে এই কন্টেন্ট সীমিত করা হয়েছে।”

উল্লেখ্য, একসময় বলিউডে জনপ্রিয়তা পাওয়া অনেক পাকিস্তানি শিল্পী যেমন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান ও মাহিরা খান বলিউডে নিয়মিত কাজ করতেন। তবে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর বলিউডের বিভিন্ন সংগঠনের নির্দেশে পাক তারকাদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যদিও পরবর্তীতে কিছু আইনি বাধা শিথিল হয়, তবু তারা আর আগের মতো বলিউডে জায়গা করে নিতে পারেননি। কাশ্মীর হামলার ঘটনায় আবারও সেই পুরোনো বিতর্ক মাথাচাড়া দিয়েছে। আর তারই প্রেক্ষিতে পাকিস্তানি তারকাদের ভারতে ডিজিটাল প্ল্যাটফর্মেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।

আরো পড়ুন