Ridge Bangla

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রবিবার (১১ মে) সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সব ধরনের কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ রবিবার বন্দরে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল সোমবার (১২ মে) থেকে বন্দরে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। যথাযথ যাচাই-বাছাই শেষে দুই দেশের যাত্রীদের পারাপারে নিয়মিতভাবে সহযোগিতা করা হচ্ছে।

আরো পড়ুন