Ridge Bangla

ট্রাম্প ঘোষিত শুল্কের কারণে প্রবৃদ্ধি কমলেও বৈশ্বিক মন্দার ঝুঁকি নেই: আইএমএফ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতির ফলে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি হলেও বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সংস্থাটি বিশ্ব অর্থনীতি নিয়ে প্রকাশিত পূর্বাভাসে এমন মন্তব্য করে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, “সব দেশকে অবশ্যই নিজেদের ঘর সামলানোর প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে,” বিশেষ করে বৈশ্বিক অনিশ্চয়তার এই সময়ে। ইউরোপের উদ্দেশে তিনি বলেন, “অভ্যন্তরীণ বাণিজ্যের বিধিনিষেধ কমাতে হবে এবং একক বাজারকে আরও গভীর করতে হবে।”

২ এপ্রিল ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে ছিল সর্বজনীন ১০ শতাংশ শুল্ক। এই শুল্ক একই দিন থেকে কার্যকর হলেও চীন ছাড়া বাকি দেশের জন্য ৯ এপ্রিল থেকে ৯০ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়।

চীনের প্রতি জর্জিয়েভার পরামর্শ, “সামাজিক সুরক্ষার জাল” আরও বিস্তৃত করতে হবে, যাতে জনগণ কম সতর্কতামূলক সঞ্চয় করে। পাশাপাশি মার্কিন প্রশাসনকে ঋণ কমানোর আহ্বানও জানান তিনি।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকেই বিশ্ব পুঁজিবাজারে বড় ধরনের ধস দেখা দেয়, যার প্রভাব এখনো কাটেনি। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক ও সংস্থা সম্ভাব্য বৈশ্বিক মন্দার পূর্বাভাস দিলেও আইএমএফ তুলনামূলকভাবে ঝুঁকি কম বলেই মনে করছে।

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) বাণিজ্য উত্তেজনার প্রেক্ষাপটে সুদের হার কমিয়েছে। প্রতিষ্ঠান ও দেশগুলোও এখন ব্যয় ও বিনিয়োগে রক্ষণশীল নীতিতে ঝুঁকছে।

আরো পড়ুন